ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগেই বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বাজারের মোড়ে, স্কুলের গেটের পাশে, কৃষকের ধানক্ষেতের পাশে প্রার্থীরা মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। শুধু নির্বাচনী প্রচারণা নয়, স্থানীয়দের জন্য কার্যকরী পদক্ষেপের মাধ্যমে আস্থা অর্জনের চেষ্টা চলছে দিনরাত। আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে জেলার সাতটি আসনের মধ্যে দুটি এবং ২০১৮ সালে পাঁচটি আসন হারানোর পর বিএনপি এই দুর্গ পুনরুদ্ধারে এখন তৎপর। তবে একক প্রার্থী দিয়ে আসনটি পেতে মরিয়া জাায়ায়াতে ইসলামী। নির্বাচনী তথ্য ঘেঁটে দেখা যায়, ১৯৭৩ সালে বগুড়া-৫ আসনটি প্রথম আওয়ামী লীগের হাতে যায়। দলটি থেকে মোস্তাফিজুর রহমান পটল সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৭৯ সালে আওয়ামী লীগের হাত ছাড়া হয় এই আসন। বিএনপির সিরাজুল হক...