এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বাংলাদেশ দলে এখন ‘আত্মবিশ্বাস ও লড়াইয়ের তীব্রতা’ দুটোই আছে। জাতীয় স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন হামজা। হংকংয়ের সঙ্গে দারুণ কিছু করে সিঙ্গাপুরের বিপক্ষে না পারার হতাশাও ভুলতে চান বাংলাদেশের তারকা মিডফিল্ডার। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই দুঃখ ভুলতে এবং বাছাইয়ে সম্ভাবনা জোরাল রাখতে বৃহস্পতিবার হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে দুই গোল হজমের পর ৬৭তম মিনিটে রাকিব হোসেনের গোলের সুর বেঁধে দিয়েছিলেন হামজা। এরপর প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সেদিন যোগ করা সময়ে বক্সে ফয়সাল আহমেদ ফাহিম ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন করেছিল...