এশিয়ান কাপের বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করছে বাংলাদেশ। দলের সাথে যোগ দিয়েছেন ইংল্যান্ডের লেস্টার সিটিতে খেলা হামজা দেওয়ান চৌধুরী। নিজের দ্বিতীয় দিনের অনুশীলনের আগে সংবাদমাধ্যমে কথা বলেছেন দলের প্রাণভোমরা। জানিয়েছেন, বাংলাদেশের জয়ের খুব সম্ভাবনা আছে হংকং চায়নার বিপক্ষে। হামজা বললেন, ‘বাংলাদেশে আমি তৃতীয়বার আসলাম। দলের সাথে, কোচের সাথে আমাদের সম্পর্ক ভালো। দেশের যেসব খেলোয়াড়রা ছিলেন, তারা তিন-চার সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করছেন। দল নিয়ে আমার ভালো লাগতেছে এবং ইনশাআল্লাহ আমরা জিতব।’ ‘আমাদের জয়ের খুব সম্ভাবনা আছে। কোচের সাথে কথা বলেছি, খেলোয়াড়দের সাথে কথা বলেছি। আমাদের দলে ট্যালেন্ট আছে, কঠোর পরিশ্রম আছে, আগ্রাসী মনোভাব আছে। হংকং চায়নার বিপক্ষে ইনশাআল্লাহ প্রথম জয় পাবো।’ ‘এখানে আলাদা চাপ আছে। ওখানে আমরা সিটির জন্য খেলছি, সেটা এক ধরনের চাপ। সব বাংলাদেশি এখানে আমাদের...