শুটিং শুরুর একদিন পরেই প্রকাশ পেল চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা সোলজার-এর ফার্স্টলুক ট্রেলার। যদিও শাকিব খান এখনও শুটিংয়ে অংশ নেননি। এর মধেই মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় প্রথম ঝলক অবমুক্ত করা হলো বহুল সিনেমাটির। আর প্রথম লুকেই দেখা মিলল অন্য এক শাকিবের। তিনি কেবল তারকা নন, যেন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে ধরা দিলেন। ৩৩ সেকেন্ডের ট্রেলারে ঘড়ির কাটার সঙ্গে দেখা গেল বাংলাদেশর পতাকা, যার উপর দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার। এরপর অ্যাকশন দৃশ্য শেষে শাকিব খানের লুক। শাকিবের কণ্ঠে শোনা গেল একটি মাত্র ডায়ালগ, তা হচ্ছে, ‘তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।’ দেখেই মনে হচ্ছে এটি একজন সৈনিকের গল্প। সিনেমার পরিচালক সাকিব ফাহাদ বলেন, সিনেমাটি কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়। এটি নতুন প্রজন্মের সেই তরুণদের গল্প- যারা অন্যায়ের বিরুদ্ধে...