‘নির্বাচন বিলম্বকারীদের তৎপরতাকেই’ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘নির্বাচনটা চ্যালেঞ্জ না, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা-কানুনের মধ্য দিয়ে সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, জাতির মধ্যে সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। যারা “পিআর পিআর” করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যেতে চায় সেগুলো হচ্ছে চ্যালেঞ্জ।’ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক যুব ঐক্যের উদ্যোগে ‘আগামী নির্বাচন গুনগত মান সম্পন্ন জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ’ শীর্ষক এই আলোচনা সভা হয়। সালাহ উদ্দিন বলেন, ‘আমরা বলেছি গণভোট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো...