মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেবিবিসি। চুরি হওয়া ফোনের অনুসন্ধান শুরু হয়, যখন এক ভুক্তভোগী তার আইফোন ইলেকট্রনিক পদ্ধতিতে ট্র্যাক করেন। গোয়েন্দা পরিদর্শক মার্ক গ্যাভিন জানিয়েছেন, ‘ঘটনাটি বড়দিনের আগের দিন ঘটে। হিথরো বিমানবন্দরের কাছে একটি গুদামে ফোনটি শনাক্ত করা হয়। নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করলে একটি বাক্সে ফোনটি পাওয়া যায়। ওই বাক্সে আরও ৮৯৪টি ফোন ছিল।’ আরও পড়ুনআরও পড়ুনপুরোনো আইফোন কেনার আগে যা যাচাই করবেন পরে ফরেনসিক পরীক্ষা ও তদন্তে দুই আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় কয়েক ডজন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া, তাদের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান থেকে আরও দুই হাজারের মতো চুরি যাওয়া ডিভাইস উদ্ধার করা হয়। পরে একই ধরনের অভিযোগে ২৯ বছর বয়সী এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা...