জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে জিতেই চলেছে খুলনা। সবশেষ আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা বৃষ্টি আইনে ১১ রানে হারিয়েছে সিলেট বিভাগকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান করে। জবাবে ১১ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করার পর বৃষ্টিতে আর ম্যাচটি মাঠে গড়ায়নি। তাতে বৃষ্টি আইনে ১১ রানে জয় পায় খুলনা।আরো পড়ুন:বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইয়াসির ঝড়, উড়ে গেল ঢাকালো স্কোরিং ম্যাচে রংপুরের জয়, বরিশাল-রাজশাহীর পয়েন্ট ভাগাভাগি লো স্কোরিং ম্যাচে রংপুরের জয়, বরিশাল-রাজশাহীর পয়েন্ট ভাগাভাগি খুলনার হয়ে টপ অর্ডারের ব্যাটসম্যানরা আজও রান পান। ইমরানুজ্জামান ২২ বলে ৪টি চার ও ১ ছক্কায় করেন ৩১ রান। সৌম্য সরকার করেন ১২ বলে ৪টি চার ও ১ ছক্কায় ২৪ রান। আর এনামুল হক বিজয়...