বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে, তারা অপরটি বিশ্বমোড়ল। সবাই এখানে আধিপত্য সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা-আলাদা। কিন্তু আমাদের স্বার্থ তিনটার দ্বারাই ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের মধ্যদিয়ে জুলাই অভ্যুত্থানের সিঁড়ি নির্মিত হয়েছে উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আবরার শহীদ হয়েছে, কারণ সে...