পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার জেহরি এলাকায় অভিযান চালিয়ে ‘ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী’র অন্তত ১৪ সদস্যকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (৪ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।সূত্র জানায়, সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর পাকিস্তানি বাহিনী ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। এতে গোলাগুলির ঘটনায় ১৪ জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়। অভিযান শেষে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এলাকায় বাকি সন্ত্রাসীদের নির্মূলে তারা দৃঢ় অবস্থানে রয়েছে।এর আগে বেলুচিস্তানের শেরানি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে (আইবিও) সাতজন ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত হয়েছিল। দেশটির সেনাবাহিনীর গণসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, অভিযানের সময় নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের সঙ্গে তীব্র গোলাগুলি হয়, যাতে সাতজন সন্ত্রাসী মারা যায়।এদিকে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) সর্বশেষ...