ভারত–পাকিস্তান ম্যাচে বিদ্যমান ক্রিকেটীয় যুদ্ধ ভবিষ্যতে আর আয়োজন না করার দাবি জানিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক মাইকেল অ্যাথারটন। দ্য টাইমস পত্রিকায় নিজের কলামে আইসিসির প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি। ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, নানা নাটকীয়তা। এবারের এশিয়া কাপ শেষ হওয়ার পর মাইকেল অ্যাথারটন আইসিসির প্রতি এমন অনুরোধ জানান। তিনি কলামে লিখেছেন, ক্রিকেট এখন আর কূটনীতির মাধ্যম নয়, বরং হয়ে উঠেছে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার। দ্য টাইমস-এ প্রকাশিত ওই কলামে তিনি আইসিসিকে অনুরোধ করেন ভবিষ্যতে যেন ভারত ও পাকিস্তানের কোনো ম্যাচ কোনো টুর্নামেন্টে না রাখা হয়। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ক্রমেই খারাপ হওয়ায় শুধুমাত্র অর্থনৈতিক লাভের জন্য এমন ম্যাচ আয়োজন করা যুক্তিসঙ্গত নয় বলে তিনি মনে করেন। এবারের এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। পাকিস্তানকে হারিয়ে শিরোপা...