বিশ্ববাজারে মঙ্গলবার (৭ অক্টোবর) আবারও নতুন রেকর্ড স্পর্শ করেছে স্বর্ণের দাম। ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগকারীদের বাড়তি চাহিদা এবং মার্কিন সুদের হার আরও কমতে পারে—এই প্রত্যাশায় দাম নতুন উচ্চতায় গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। লন্ডন স্থানীয় সময় সকাল ১১টা ১১ মিনিটে স্পট গোল্ড আউন্সপ্রতি তিন হাজার ৯৫৯ দশমিক ৮২ ডলার দরে স্থিতিশীল ছিল, যদিও এর আগে সেশনে এটি সর্বকালের সর্বোচ্চ তিন হাজার ৯৭৭ দশমিক ১৯ ডলার স্পর্শ করে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচার বেড়ে শূন্য দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় তিন হাজার ৯৮৩ দশমিক ১ ডলারে। স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) শক্তিশালী চাহিদা এখন মূল চালিকা শক্তি, যা ‘মিস করার ভয়’ এবং প্রচলিত নিরাপদ বিনিয়োগ মাধ্যমের ওপর...