দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণের ঘটনা। শিশু থেকে বৃদ্ধ, কেউই রেহাই পাচ্ছেন না ধর্ষকদের নৃশংসতা থেকে। পুলিশের একটি সংস্থা ধর্ষণকে ‘নৈতিকতা বিবর্জিত সামাজিক ব্যাধি’ হিসেবে অভিহিত করেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এটি শুধু বাংলাদেশের সংকট নয়—বিশ্বজুড়েই নানা সামাজিক, মানসিক ও প্রযুক্তিগত কারণে যৌন সহিংসতা বাড়ছে। সম্প্রতি বাংলাদেশ পুলিশের তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ধর্ষণ ইস্যু নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ধর্ষক, ভুক্তভোগী, চিকিৎসক, তদন্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও সাক্ষীসহ বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য বিশ্লেষণ করা হয়েছে। আলোচিত একাধিক মামলার তথ্য ও প্রমাণ পর্যালোচনার ভিত্তিতে পিবিআই গুরুত্বপূর্ণ, চাঞ্চল্যকর ও ব্যতিক্রমধর্মী কিছু তথ্য উদঘাটন করেছে। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষণকারীরা ভুক্তভোগীর পরিচিতজন, নিকটাত্মীয় ও বিবাহিত ব্যক্তি। অর্থাৎ অপরাধীরা প্রায়ই ভুক্তভোগীর আস্থার সম্পর্ককেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি...