ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দুই বছর পূর্ণ হলো আজ, যা গাজায় নজিরবিহীন ধ্বংসযজ্ঞ, মানবিক বিপর্যয় ও বিপুল প্রাণহানি ঘটিয়েছে। এই রক্তাক্ত প্রেক্ষাপটে একটি দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন গাজায় চলমান হত্যা ও ধ্বংসযজ্ঞের অবসান ঘটতে পারে, তেমনি অন্যদিকে হামাসের হাতে থাকা জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিদেরও তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে, এই সংঘাতের দুই প্রধান পক্ষ— হামাস ও ইসরায়েল এত বড় একটি মানবিক ও রাজনৈতিক সুযোগ কাজে লাগানোর জন্য শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছাবে কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা বিরাজ করছে। (খবর বিবিসির) ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন ও ২৫১ জনকে জিম্মি করা হয়। ইসরায়েল এখনো ২০ জন জিম্মিকে জীবিত ও আরও ২৮...