‘ফিনিক্সের ডায়েরি ১’-এর তিন বছর পর অ্যালবামটির সিক্যুয়াল আনছে জনপ্রিয় ব্যান্ড দল অর্থহীন। অন্ধকার ও প্রতিশোধের বার্তা নিয়ে আগামী ১৭ অক্টোবর প্রকাশ পাচ্ছে দলটির ‘ফিনিক্সের ডায়েরি ২’। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১ টা নাগাদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্থহীনের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন। তিনি বলেন বলেন, ‘ফিনিক্সের ডায়েরি ২’ একটা নতুন জনরা তৈরি করা হয়েছে। এই অ্যালবাম দিয়ে নতুন এক ধরনের বাংলা রক পাবে শ্রোতারা। আজম খান আমাদের সংগীতের নতুন ধারা দিয়ে গেছেন। এরপর স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে কিন্তু আমরা নিজস্ব কোনো ঘরানা তৈরি করতে পারিনি। এবার বলতে পারব এটা অর্থহীনের নিজস্ব ঘরানা। আমরা এই জনরার নাম দিয়েছি ‘বাংলা ন্যু রক’। সুমন আরও বলেন, গানগুলো শুনে মানুষজন প্রথমে একটা ধাক্কা খাবে। তবে...