গভীর রাতে এক নারীর কান্নার আওয়াজে জেগে ওঠেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর সদরের লোকজন। ঘটনাস্থলে গিয়ে দেখেন ফুটপাতে এক মা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এরপর স্থানীয়রা মা ও নবজাতককে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কিছু সময় পর নবজাতককে হাসপাতালে রেখে মা উধাও হয়ে যান। মঙ্গলবার সকাল থেকে নবজাতককে দেখতে হাসপাতালে মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকেই নবজাতককে দত্তক নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, রাত ২টার দিকে স্থানীয়রা হোয়াটস অ্যাপে মা ও নবজাতককের খবর দেন। পরে জানতে পারি ওই নারী পালিয়ে গেছেন। ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি বলেন, “শিশুটি এখন সুস্থ আছে। সকাল থেকেই অনেকে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। যাচাই-বাছাই শেষে একজন দায়িত্ববান ব্যক্তির কাছে শিশুটিকে...