বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার আবারও আলোচনায় এলেন এক অদ্ভুত প্রশ্ন করে। ২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার নেওয়ার সময় ‘আম কাণ্ডে’ মিমের খোরাক হওয়া অক্ষয় এবার প্রশ্ন করলেন কমলালেবু নিয়ে, আর তাতেই ফের ভাইরাল বলিউডের এই খিলাড়ি। গত মঙ্গলবার মহারাষ্ট্রে আয়োজিত একটি জনাকীর্ণ আলোচনা সভায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সাক্ষাৎকার নিচ্ছিলেন অক্ষয় কুমার। অনুষ্ঠান শুরুর দিকেই অক্ষয় জানান, এটি তার জীবনের দ্বিতীয় সাক্ষাৎকার সঞ্চালনা, প্রথমটি ছিল প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। এরপর পুরোনো স্মৃতি টেনে অক্ষয় বলেন, আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম- আপনি কীভাবে আম খান? সবাই সেটা নিয়ে মজা করেছিল। কিন্তু আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না। এ কথা বলেই অক্ষয় সোজাসুজি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন- আপনার কমলালেবু খেতে কেমন লাগে? এই প্রশ্ন শুনে মুখ্যমন্ত্রী ফড়নবিশ হেসে ফেলেন এবং জানান, নাগপুরের মানুষ...