নারী ওয়ানডে বিশ্বকাপের শুরুতেই নজর কেড়েছেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। পাকিস্তানকে হারানোর ম্যাচে নিজের ইনসুইঙ্গারে মুগ্ধ করেছেন গোটা ক্রিকেট বিশ্বকে। এবার তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই আইসিসি থেকে বড় সুখবর পেয়ে গেলেন মারুফা আক্তার। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) হালনাগাদ হয়েছে নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং। যেখানে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মারুফা আক্তারের। ৪১১ রেটিং পয়েন্ট নিয়ে ৬ ধাপ এগিয়ে বর্তমানে তিনি অবস্থান করছেন ৪১তম অবস্থানে। ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে এই অগ্রগতির পর আজ ইংলিশদের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি। মারুফা ছাড়াও এদিন ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রাবেয়া খানেরও। ১ ধাপ এগিয়ে ৫২৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ২১ নম্বরে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে নাহিদা আক্তার। ৬৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯...