ইরানের পশ্চিমাঞ্চলে গ্রেনেড হামলার ঘটনায় দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন ধর্মগুরু বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।মঙ্গলবার সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, সোমবার রাতে কুর্দিস্তান প্রদেশের সারভাবাদ শহরের কাছে সরকারপন্থী আধাসামরিক বাহিনীর একটি ভবন লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে আইআরজিসির দুই সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, নিহত দুইজনের নাম ধর্মগুরু আলিরেজা ভালিজাদে ও আইয়ুব শিরি।তবে হামলার দায় কেউ এখনো স্বীকার করেনি। কর্তৃপক্ষের দাবি, স্থানীয় এক বিপ্লববিরোধী কুর্দি গোষ্ঠী ভবনটিতে হামলা চালিয়েছে।ইরানে সাধারণত “বিপ্লববিরোধী” শব্দটি ব্যবহার করা হয় ইরাক সীমান্তবর্তী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে বোঝাতে। তেহরান এর আগেও অভিযোগ করেছে, এসব গোষ্ঠী ইরাকি কুর্দিস্তান অঞ্চল থেকে সীমান্ত অতিক্রম করে ইরানে হামলা চালিয়ে আসছে।উল্লেখ্য, ২০২৩ সালের...