রাজবাড়ীর পাংশা উপজেলায় এক যুবককে হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন আসামিদের অনুপস্থিত এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক। দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার কাজিয়ালপাড়া গ্রামের জিয়া উদ্দিনের ছেলে সোহেল এবং শহীদ মণ্ডলের স্ত্রী রহিমা খাতুন। পিপি আব্দুর রাজ্জাক বলেন, ২০১৬ সালের ৯ মার্চ রাত ২টার দিকে উপজেলার কাজিয়ালপাড়া গ্রামের প্রয়াত জয়নাল মণ্ডলের ছেলে শহীদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় রাজবাড়ী আমলী আদালতে শহীদের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে সোহেলসহ অজ্ঞাত পরিচয় আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন। তিনি বলেন, “তদন্ত চলাকালে রহিমাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। “আদালতে রহিমা বলেন, সোহেলের কথা...