চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করার পর বছর ঘুরতেই ফের ফ্লাইট চালু করছে ফ্লাই দুবাই। তাতে বন্দরনগরীর এই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই উড়োজাহাজ সংস্থা জানিয়েছে, নতুন পথচলায় এবার চট্টগ্রাম থেকে প্রতিদিন একটি করে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে তারা। আগামী ২৬ অক্টোবর থেকে আবারও ফ্লাই দুবাইয়ের ফ্লাইট শুরু হবে। ২০১১ সালে চট্টগ্রাম-দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করেছিল ফ্লাই দুবাই। এরপর ২০১৮ সালে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এক বছর পর ২০১৯ সালে আবার কার্যক্রম চালু করা হয়। কিন্তু যাত্রী সংকটের ‘কারণে’ গত বছর ১ সেপ্টেম্বর থেকে ফের ফ্লাইট পরিচালনা বন্ধের ঘোষণা দেয় এই এয়ারলাইন। এরপর আবার নতুন করে ফ্লাইট চালুর এ সিদ্ধান্ত এল। এতদিন...