নাটোরের গুরুদাসপুরে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ধারাবারিষা খাকড়াদহ দাখিল মাদরাসার। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার মান ভালো হলেও ৪৯ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। জলাবদ্ধতার কারণে মাদরাসাটির খেলার মাঠে সাঁতার কাটে হাঁস, ভেসে বেড়ায় কচুরিপানা। এই পানি পেরিয়েই আবার ক্লাসে যান শিক্ষক-শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, মাদরাসা ভবনের ছাদ ফেটে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। মাঠ নিচু হওয়ায় পানি জমে আছে। টিনশেডের কয়েকটি শ্রেণিকক্ষ মাঠের পানিতে নিমজ্জিত হয়ে পরিত্যক্ত অবস্থায় আছে। কোথাও গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। অতিকষ্টে শহীদ মিনার ঘেঁষে কয়েকটি সাইকেল ও মোটরসাইকেল রাখা হয়েছে। আর পানি পেরিয়ে কাদায় মাখা পা নিয়েই প্রতিষ্ঠানের বারান্দায় ও ক্লাসরুমে ঢুকতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। মাদরাসার শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ও তন্নি আক্তার বলেন, সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। ফলে শ্রেণিকক্ষের বাইরে বের হতে পারি না। জলাবদ্ধতার কারণে...