বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এ দাবি জানিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এ দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত আবেদন করেছে সংগঠনটি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাফর আলী এ আবেদন জমা দেন। আরও পড়ুন‘নজিরবিহীন’ বিজ্ঞপ্তির পর পদত্যাগ করলেন মাউশির ডিজি‘শিক্ষকের যেন ক্ষুধা নেই, সংসার নেই, সন্তান নেই’ আবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ২০১৩ সালে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদরাসা) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি বিধিমালা ২০১২’ প্রণয়ন করে। এ বিধিমালা অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হলেও এক যুগ পার হলেও তা কার্যকর হয়নি। বিধিমালায় তফসিল-২ এর ক, খ, গ-তে উল্লেখ করা হয় যে,...