০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পিএম হেফাজতে ইসলামের বিবৃতির প্রতিক্রিয়ায় ডেইলি স্টারের জবাবের বিষয়ে পাল্টা জবাব দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, হেফাজতে ইসলামের বিবৃতির প্রতিক্রিয়ায় ডেইলি স্টারের নাতিদীর্ঘ জবাবটি আমাদের নজরে এসেছে। যাচাই-বাছাই ও অনুসন্ধান ছাড়া পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার বরাতে ডেইলি স্টার ও তাদের সিন্ডিকেটের অপর পত্রিকা প্রথম আলোর ছাপানো জঙ্গি বিষয়ক কোনো কোনো রিপোর্ট সাজানো জঙ্গি মামলার ভুক্তভোগী ভিন্নমতাবলম্বী কিছু আলেম ও ধর্মপ্রাণ তরুণের বিরুদ্ধে আদালতে কথিত ‘তথ্যপ্রমাণ’ হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ আছে। পতিত ফ্যাসিস্ট হাসিনার আমলের জঙ্গি মামলা নিঃসন্দেহে স্পর্শকাতর বিষয়। বিশেষত ভিন্নমতাবলম্বীদের টার্গেট করে মিথ্যা জঙ্গি মামলায় ফাঁসিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। সেই অমানবিক পরিস্থিতি নিশ্চয়ই ডেইলি স্টারের অজানা ছিল না।...