এশিয়ান কাপের মূলপর্বের আশা টিকে রাখার জন্য হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের প্রাণ হামজা চৌধুরীর উপর প্রত্যাশার চাপ বেশি, জানেন তিনি। তবে একক প্রচেষ্টা নয়, দলগতভাবে খেলে জেতার পরিকল্পনা হামজার। অনুশীলন শুরুর আগে মঙ্গলবার সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে হামজা বললেন, ‘দিনশেষে ফুটবল একটা দলগত খেলা। মনে করি, মেসি যদি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবু আমাদের কৌশল ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতই। ফুটবল কখনও একজনের খেলা নয়। বিশেষ করে আমাকে কেন্দ্র করে তো নয়ই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা যেভাবে একটা জাতি হিসেবে আছি, সেভাবেই ঐক্যবদ্ধ থাকা। ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে থাকলে একটা দেশ হিসেবে সফল হতে পারবো।’ ‘মিডফিল্ডারের সংজ্ঞাই হল আক্রমণ ও রক্ষণ দুই জায়গায় অবদান রাখা। তাই দুটোই ভালোভাবে...