বাংলাদেশ জাতীয় দলের মাঝমাঠে বড় দায়িত্ব এখন হামজা চৌধুরীর কাঁধে। কোচ হাভিয়ের কাবরেরা দলের কৌশল সাজিয়েছেন এই ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডারকে ঘিরে।মাঝমাঠে তার উপস্থিতিতেই আক্রমণে গতি আনতে চান কোচ। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই পরিকল্পনা দলের অনুশীলনেও স্পষ্ট হয়ে উঠেছে। আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়েই খোলামেলা কথা বলেন হামজা। জানান, তিনি চাপ নয়, বরং দায়িত্বটিকে উপভোগ করছেন। তার ভাষায়, ‘মিডফিল্ডার মানেই হলো আক্রমণ আর রক্ষণ, দুই জায়গায় অবদান রাখা। ইন শা আল্লাহ, আমি দুটোই ভালোভাবে করতে পারব। এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে আমি রোমাঞ্চিত। ’ কাবরেরার সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও ইতিবাচক মন্তব্য করেন হামজা। জানান, কোচ কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে আলোচনা করেন এবং অভিজ্ঞতা অনুযায়ী পরামর্শ চান, ‘আমার সঙ্গে কোচের সম্পর্ক খুব ভালো।...