ভারতের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক ‘ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই)-এর মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ভারত। বুধবার (৮ অক্টোবর) থেকে ভারতে ইউপিআই’র মাধ্যমে পেমেন্ট অনুমোদন করতে ব্যবহারকারীরা ফেসিয়াল রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের সুযোগ পাবেন বলে জানা গেছে। বিষয় সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদের মধ্যে একটি সূত্র জানিয়েছে, এই বায়োমেট্রিক অথেন্টিকেশনগুলো ভারত সকারের ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম ‘আধার’ কার্ডে সংরক্ষিত বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে সম্পন্ন হবে। উল্লেখ্য, এই উদ্যোগটি ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর সাম্প্রতিক নির্দেশনা অনুসরণ করে নেওয়া হয়েছে, যেখানে বিকল্প অথেন্টিকেশন সিস্টেমের অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে ইউপিআই-তে পেমেন্ট অনুমোদনের ক্ষেত্রে একটি নিউমেরিক পিন ব্যবহার করা হয়। এবার থেকে বায়োমেট্রিক ডেটা...