মানিকগঞ্জ জেলার দৌলতপুর বাজারে খুচরা হিসেবে কাঁচামরিচ ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই অবস্থা বেগুনের, প্রতি কেজি বেগুন খুচরা বিক্রি হচ্ছে ১০০ টাকা। মরিচ ও বেগুন চাষিদের সাথে কথা বলে জানা যায় যে, এ বছর আবহাওয়া অনুকূলে না থাকায় মরিচ চাষ ভালো হয়নি। একই অবস্থা বেগুনের অতিরিক্ত বৃষ্টির কারণে অধিকাংশ জমির মরিচ ও বেগুনের চারা পচে যাচ্ছে। মো. রবিউল আওয়াল বলেন, গত বছর এসময় প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি হয়েছে এবং প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ৩০/৪০ টাকা কেজি। কিন্তু এবছর বেগুন ও কাঁচা মরিচের দাম বেশি হওয়ায় বাজারে ৫০০ শতটাকা নিয়ে আসলে মাছ, মাংস কেনার টাকা থাকে না। সবজি কিনলে চাল কেনার টাকা থাকেনা। চাল কিনলে সবজি কেনার টাকা থাকেনা। কোনো মতে দিনকাল চলতেছে আরকি। অটোরিকশা চালক...