০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের উদ্দেশ্যে বাইরে আসা নারী-পুরুষ ও শিশুসহ মোট ১৭০ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের জিম্মায় হস্তান্তর করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফের বিভিন্ন চেকপোস্ট ও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩২ জন শিশুসহ মোট ১৭০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। টেকনাফের জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ইসমাইল বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার বৈঠক করে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে না যেতে নিষেধ করা হয়েছে। মাইকিং ও মিটিংয়ের মাধ্যমে জানানো হলেও অনেকেই বিভিন্ন কারণে বাইরে চলে যায়।...