সার্বিয়ায় নতুন নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে রাজনৈতিক চাপে পড়েন টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। সরকারের তরফ থেকে 'দেশবিরোধী' দুর্নাম জুটে, ফলে তিনি স্বপরিবারে চলে গেছেন গ্রিসে। এবার জকোভিচ গ্রিসে থাকার কারণে সার্বিয়া থেকে সরিয়ে নেওয়া হলো টেনিস টুর্নামেন্ট। এটিপি ২৫০ টুর্নামেন্ট সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে গ্রিসের রাজধানী এথেন্সে সরিয়ে নেওয়া হয়েছে। আর একটি করা হয়েছে যেন, ২৪ গ্রান্ড স্ল্যাম জয়ী জকোভিচ খেলতে পারেন এই টুর্নামেন্টে। আগামী নভেম্বরের ২ থেকে ৮ তারিখ হবে এই টুর্নামেন্ট। ব্রাজিলের টেনিস তারকা জোয়াও ফোনসেকা এই টুর্নামেন্টে অংশ নেবেন এমনটি শোনা যাচ্ছে। ফোনসেকা অংশ নিলে জকোভিচের সঙ্গে তার দৈরথ দেখা যেতে পারে। জকোভিচের বতর্মান বিশ্ব...