শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার একদিনের মাথায় এ পদে থাকা অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এ পদত্যাগপত্র জমা দেন তিনি।শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বিগত ২০ ফেব্রুয়ারি যোগদান করে অদ্যাবধি কর্মরত আছি। স্বাস্থ্যগত কারণে আমার পক্ষে দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আমি মহাপরিচালকের দায়িত্ব হতে অব্যাহতির আবেদন করছি। অতএব, আমাকে মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়। আবেদনপত্রের সঙ্গে তিনি চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিতে সোমবার (৬ অক্টোবর) বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা...