দিল্লির স্বঘোষিত ধর্মগুরু চৈতন্যানন্দ সারস্বতী-র বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ছাত্রীদের হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক বাধ্য করার অভিযোগে তদন্ত আরও গভীর হচ্ছে। এফআইআরের পাশাপাশি এখন ফাঁস হয়েছে ভয়াবহ কল রেকর্ডিং, যেখানে দেখা যাচ্ছে কীভাবে তার নারী সহকারীরা ছাত্রীদের হোটেল রুমে যেতে বাধ্য করতেন। ৬২ বছর বয়সী চৈতন্যানন্দ দিল্লির শ্রী শরদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট-রিসার্চ-এর প্রধান ছিলেন। গত মাসে তাকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে তিন নারী সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে অন্যতম হলেন স্বেতা শর্মা, ইনস্টিটিউটের সাবেক অ্যাসোসিয়েট ডিন। অভিযোগ অনুযায়ী, স্বেতা ও অন্য নারীরা ছাত্রীদের ‘বাবা’র সঙ্গে দেখা করার জন্য ফাইভ-স্টার হোটেলে পাঠাতেন এবং বাধ্য করতেন সেখানে রাত কাটাতে। ছাত্রীদের জানানো হতো, তোমার পালা এসেছে, হোটেল বুক করা হয়েছে, যেতে হবে। কেউ অস্বীকার করলে বলা হতো, হোটেল ক্যানসেল করা হবে,...