তাকাসুর কোরআনের ১০২তম সুরা, এর আয়াত সংখ্যা ৮ টি ও রুকুর সংখ্যা ১টি। সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। তাকাসুর অর্থ প্রচুর ধন সম্পদ সঞ্চয় করা বা প্রাচুর্যের প্রতিযোগিতা করা, অবৈধ পন্থায় সম্পদ সংগ্রহ করা এবং আল্লাহর নির্ধারিত আবশ্যিক দায়-দায়িত্ব পালনে সম্পদ ব্যয় না করা। ১. প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে, ২. যতক্ষণ না তোমরা কবরসমূহে উপস্থিত হও, ৩. এটা সংগত নয়, তোমরা শিগগির এটা জানতে পারবে, ৪. তারপর কখনো নয়, তোমরা শিগগির জানতে পারবে, ৫. সাবধান! তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতেনা, ৬. তোমরা তো জাহান্নাম দেখবেই, ৭. আবার বলি, তোমরাতো ওটা চাক্ষুষই দেখবে, ৮. এরপর সেদিন অবশ্যই নেয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। ১. শরিয়ত নির্ধারিত আবশ্যিক দায়-দায়িত্ব পালন, সামর্থ্য অনুযায়ী দান সদকা ও নেক কাজে ব্যয়...