সুন্দর একটা গোছানো রান্নাঘর। কেবিনেটের মধ্যে যাবতীয় জিনিস রেখে বাহিরটা ফাঁকা করে রাখলে কাজ করতে যেমন আরাম, দেখতেও খুব ভালো দেখায়। কিন্তু রান্নাঘরের কেবিনেটের বাইরে ও ভেতরে পরিষ্কার রাখা নিয়ে যত টেনশন। রান্নার দাগ পড়ে যাবে, ধোঁয়ায় কালো হয়ে যাবে কিনা, সেখানে ধুলো জমলে কী হবে, তেল-চিটচিটে ভাব কীভাবে সামলাবেন সে এক হ্যাপা। আবার কেবিনেটের ভেতর পরিষ্কার না রাখলে ময়লা ও পোকামাকড় হবে। তাহলে কী করবেন? সপ্তাহে অন্তত একবার কেবিনেটের বাইরের অংশ এবং হ্যান্ডেল মুছে ফেলুন। তেল-চিটচিটে ময়লা দূর করতে গরম পানির সাথে কয়েক ফোঁটা লিকুইড ডিশ সোয়াপ, ১ চা চামচ বেকিং সোডা দিয়ে তৈরি মিশ্রণ একটি কাপড়ে দিয়ে মুছে নিন। যদি দাগ দেখেন তাতেও চিন্তিত হবেন না। দাগ দূর করতে সাদা ভিনেগার ও পানি (১:১) মিশিয়ে স্প্রে করুন, ৫...