দেশে এখনও একটি টেকসই ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, দেশের যে পরিস্থিতি তাতে মানুষ এখন টেকসই, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সমাজে উত্তরণ ঘটাতে চায়। মঙ্গলবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক মাহমুদ বলেন, স্বাধীনতার পাঁচ দশক পার হলেও বাংলাদেশ এখনও এমন একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে পারেনি, যা জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করে। ফলে বর্তমান বাস্তবতায় কিছু সীমিত ও মৌলিক লক্ষ্য অর্জনই এখন মূল ফোকাস হয়ে দাঁড়িয়েছে। অধ্যাপক মাহমুদ বলেন, টেকসই উন্নয়নের জন্য অর্থবহ ও জবাবদিহিমূলক গণতন্ত্র অপরিহার্য। এজন্য স্বাধীন বিচারব্যবস্থা, শক্তিশালী সংসদ এবং সুশাসন নিশ্চিতকারী জাতীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য...