চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ী ফ্রেড র্যামসডেল যখন তাঁর পুরস্কারের খবর পান, তখন সেটি ছিল এক নাটকীয় মুহূর্ত। তিনি ও তাঁর স্ত্রী ওয়াইমিং-এর প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্পিংয়ে ছিলেন। হঠাৎ তাঁর স্ত্রী চিৎকার করে ওঠেন। র্যামসডেল প্রথমে ভয় পেয়েছিলেন যে, তাঁর স্ত্রী বুঝি গ্রিজলি ভালুক দেখেছেন— কিন্তু পরে বুঝলেন, তিনি সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার জিতেছেন। খবর হাফপোস্ট। র্যামসডেল মেরি ব্রুনকো ও শিমন সাকাগুচির সঙ্গে যৌথভাবে ২০২৫ সালের চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন র্যামসডেল। রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে সুস্থ কোষগুলোকে রক্ষা করে, সে সম্পর্কে আলোকপাত করার জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি জেনারেল টমাস পার্লম্যান জানান, পুরস্কার ঘোষণার সময় র্যামসডেল তাঁর স্ত্রীর সঙ্গে হাইকিং ভ্রমণে থাকায় তিনি যোগাযোগের সম্পূর্ণ বাইরে ছিলেন। সুইডিশ সময় অনুযায়ী মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল পর্যন্ত নোবেল অ্যাসেম্বলি...