শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ভারতে মানব পাচারকালে পাচারকারীচক্রের দুই সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। তবে পাচারকারী চক্রের প্রধান হোতা মহিদুল ইসলাম পালিয়ে যান। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীনস্থ হলদীগ্রাম বিওপির একটি টহল দল বিশেষ অভিযানে ১১১০ সীমান্ত পিলারের আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের একটি গজারী বাগান থেকে তাদের আটক করে।আরো পড়ুন:মেহেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকনদীতে কলাগাছে ভাসিয়ে পাচারকালে বিপুল পরিমাণ মাদক জব্দ নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারকালে বিপুল পরিমাণ মাদক জব্দ এ সময় তাদের বহনকারী চারটি সিএনজি অটোরিকশা এবং দেহ তল্লাশি করে নগদ ৫৪ হাজার ৪০০ টাকা, সীমকার্ডসহ ১৪টি মোবাইল ফোন, একটি করে হাতঘড়ি ও পাওয়ারব্যাংক জব্দ করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে ঝিনাইগাতী থানায় তাদের সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (৭...