দেশের করকাঠামো পুনর্বিন্যাস করার লক্ষ্যে ও কর-জিডিপি অনুপাত গ্রহণযোগ্য অবস্থায় উন্নীত করতে ৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান জায়েদী সাত্তারকে টাস্কফোর্সের সভাপতি এবং সদস্যসচিব হিসেবে আইআরডির যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারীকে টাস্কফোর্সে রাখা হয়েছে। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব বিভীষণ কান্তি দাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের করব্যবস্থার কাঠামোগত সমন্বয় ও উন্নয়নের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায়পূর্বক কর-জিডিপি অনুপাতকে গ্রহণযোগ্য মাত্রায় উন্নয়নের লক্ষ্যে জাতীয় করকাঠামো পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স গঠন করা হলো। টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের প্রফেসরিয়াল ফেলো ড. সুলতান হাফিজ রহমান, কানাডার মন্ট্রিয়লের কনকর্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস ড. সৈয়দ মইনুল আহসান, বাংলাদেশ কৃষি ব্যাংকের...