চাঁদপুরে চলাচলকারী জৈনপুর এক্সপ্রেসের একটি বাস খাদে পড়ে অন্তত ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে মতলব-গৌরীপুর সড়কের ঘিলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ওই বাসুটি চলাচলের অনুপযোগী বলে জানা গেছে।আরো পড়ুন:মেঘনা নদীতে পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, আহত ৫মাদারীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ স্থানীয়রা জানান, মতলবের এই রাস্তাগুলোতে চলাচলের ফুটপাথ নেই। তার ওপর ভয়ানক বাঁক হওয়ায় মোড়গুলোতে এ পাশে থেকে ওই পাশের কোনো যানবাহন দেখা যায় না। এসব ঝুঁকি নিয়েই নিয়মিত রাস্তায় চলাচল করতে হয় স্থানীয়দের। তার মধ্যে প্রায়ই এসব জৈনপুরী বাস রাস্তার ওপরেই পার্কিং করে রাখে মালিকরা। ফলে মাঝেমধ্যেই এ রাস্তায় দুর্ঘটনা ঘটে। এতে জৈনপুরী পরিবহনের বাস বন্ধের দাবি জানিয়েছে তারা। আল আমিন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, জৈনপুর এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।...