কেশবপুরে বেসরকারি সংগঠন ব্র্যাকের কিস্তি আদায়ের দুই কর্মীকে মারধরের অভিযোগে লিটন নামের এক ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছে। আহত ফারজানা আক্তার ঝুমুরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ব্র্যাকের (প্রগতি) সাগরদাঁড়ির শাখার কর্মী ফারজানা আক্তার ঝুমুর ও নিপা গাইন সাপ্তাহিক কিস্তির টাকা আদায় করতে উপজেলার চিংড়া গ্রামে যায়। এসময় ওই গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে লিটন হোসেন (৪২), ইমরান হোসেন ও কেয়া খাতুনের সাথে তাদের কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দুই নারী কর্মীর ওপর হামলা চালায়। এতে ফারজানা আক্তার ঝুমুর ও নিপা গাইন আহত হয়। এদের মধ্যে ফারজানা আক্তার ঝুমুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চিংড়া ফাড়ি ইনচার্জ এসআই শামীম হোসাইন বলেন, ব্র্যাক কর্মী ফারজানা...