০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আমদানি ও রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। বেড়েছে চোরাচালান, পড়েছে ব্যাবসা-বাণিজ্যে ভাটা। দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে আসছে না কোন পণ্যবাহী ট্রলার। যার ফলে হতাশায় দিন কাটাচ্ছে ব্যবসায়ী, শ্রমিকরা। কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, বিপাকে টেকনাফের অর্থনীতি। কার্যত স্থবির হয়ে পড়েছে আমদানি-রফতানি কার্যক্রম। এখন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সীমান্তে ৩৯টি চোরাই পথে পাচার হয়ে যাচ্ছে কোটি-কোটি টাকার মালামাল। তাতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শতাধিক আমদানি-রপ্তানিকারক। মঙ্গলবার (৭ অক্টোবর) টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করতে স্থলবন্দর সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বন্দর ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয়রা মানববন্ধন করেছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে শেষবারের মতো মালবাহী ট্রলার এসেছিল গত ৭ মাস আগে। তখন থেকে...