ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জালিয়াতি রোধে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার। ২০২৫ সালের মধ্যেই ১০ ধরনের জমির দলিল বাতিলের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা ও ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমির সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণ, জাল দলিল প্রতিরোধ এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ১. জাল দলিলভিত্তিক জমি:জাল দলিল ব্যবহার করে দখলে রাখা সব জমি খাস খতিয়ানভুক্ত সরকারি জমি হিসেবে পুনরুদ্ধার করা হবে। ২. সরকারি খাস জমি:বন্দোবস্তপ্রাপ্ত ব্যক্তি যদি ব্যবহারের শর্ত ভঙ্গ করে খাস জমি বিক্রি করেন, তাদের দলিল বাতিল করা হবে। ৩. অর্পিত সম্পত্তি:ভারতে চলে যাওয়া হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের ফেলে যাওয়া জমি অন্যদের নামে দলিল করা হয়ে থাকলে, তা বাতিল...