অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পাপুয়া নিউগিনির (পিএনজি) প্রধানমন্ত্রী জেমস মারাপে ক্যানবেরায় প্রতিরক্ষা চুক্তি সই করেছেন। চুক্তির আওতায় অস্ট্রেলীয়রা পাপুয়া নিউগিনির সামরিক স্থাপনা এবং সেনাবাহিনীতেও কাজ করতে পারবে। পাপুয়া নিউগিনির নাগরিকরাও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে কাজ করতে পারবে। তাছাড়া দুই দেশের কোনোটি আক্রান্ত হলে একে অপরের সাহায্যে এগিয়েও আসতে পারবে এই চুক্তির অধীনে। খবর বিবিসির।দুই দেশের সরকারই বলেছে, তাদের বছরের পর বছরের মিত্রতা থেকেই এই চুক্তি করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির লক্ষ্য ওই অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাব মোকাবিলা করা। অস্ট্রেলিয়ার থিংক ট্যাংক লোয়ি ইনস্টিটিউটের অস্ট্রেলিয়া-পিএনজি নেটওয়ার্কের প্রকল্প পরিচালক অলিভার নোবেতাউ বলেছেন, এই চুক্তির ফলে এটি নিশ্চিত হয়েছে যে চীন অন্যান্য প্রশান্ত মহাসাগরীয়...