পড়ার জন্য লাইব্রেরিতে গিয়ে মিলছে না আসন, বুকশেলফেও খুঁজে পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী বই। এমনকি নেই পর্যাপ্ত ইন্টারনেট ব্রাউজিং সুবিধাও। এমনই চিত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির। বিশ্ববিদ্যালয়টিতে শহিদ সাজিদ ভবনের ষষ্ঠতলায় কয়েকটি কক্ষ সমন্বয় করে একটি ফ্লোরের অর্ধেক জায়গা জুড়ে সিএসসি (কম্পিউটার সাইন্স এ্যান্ড ইন্জিনিয়ারিং) ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে চলছে লাইব্রেরির কার্যক্রম। ফলে শিক্ষার্থীদের ভুগতে হচ্ছে আসন সংকটে। লাইব্রেরি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় আঠারো হাজার শিক্ষার্থীর বিপরীতে লাইব্রেরিতে আসন সংখ্যা মাত্র ৩৫০ টি। জায়গার অভাবে অল্প জায়গায় অনেক শিক্ষার্থীকে গাদাগাদি করে বসছেন। আবার জায়গা না পেয়ে অনেক শিক্ষার্থী ফিরেও যাচ্ছেন। শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় গ্রন্থাগারে সাধারণ সুযোগ-সুবিধার অপ্রতুলতা রয়েছে। এখানে কোনো নতুন বই নেই, যা আছে সব মন্ধান্তার আমলের যা সাধারণ শিক্ষার্থীর কোনো কাজে লাগে না। এ...