প্রথমবার বিদেশ ভ্রমণ করছেন? ইমিগ্রেশনে কি বলা উচিত আর কি একদম বলা উচিত নয়—জানতে হবে। বিদেশ ভ্রমণের সবচেয়ে চাপের মুহূর্তগুলোর একটি হলোইমিগ্রেশন চেকপয়েন্ট। সব কাগজপত্র ঠিকঠাক থাকলেও, একটি ভুল বা অসতর্ক মন্তব্য পুরো সফরকে বাধাগ্রস্ত করতে পারে। ১. “আমার কাছে পর্যাপ্ত টাকা নেই।”অনেক যাত্রী ইমিগ্রেশন অফিসারের সামনে বলে ফেলেন, “আমার কাছে পর্যাপ্ত টাকা নেই।” যদিও কথাটি নির্দোষভাবে বলা হচ্ছে, অফিসারের কাছে এটিরেড ফ্ল্যাগহিসেবে দেখা যেতে পারে। তারা জানতে চান আপনি নিজের ভ্রমণ খরচ চালাতে পারবেন কিনা। তাইব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড ও প্রয়োজনীয় নগদ অর্থের প্রমাণসঙ্গে রাখুন। ২. সীমার চেয়ে বেশি নগদ বহন ও তা ঘোষণা না করা।সীমার বেশি নগদ সঙ্গে রাখা এবং ঘোষণা না করামানি লন্ডারিং বা চোড়া চালানের সন্দেহসৃষ্টি করতে পারে। অনেক দেশে এর জন্য জরিমানা বা তাৎক্ষণিকডিপোর্টেশনহতে পারে।...