দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোকাম্মেল হক তালুকদার ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার গভীর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সূত্র জানায়, গত শনিবার ভোরে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের অলিনগর এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে দোকান ও স্থাপনায় হামলা করে। এরপর কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় প্রতিপক্ষের লোকজন হামলাকারীদের ঘেরাও করে মারধর করলে ঘটনাস্থলে খলিলুর রহমান নামের এক ব্যক্তি নিহত হন। নিহত খলিল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় আহত হন...