যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীদের সম্পদ বাড়ছেই। গত বুধবার প্রকাশিত ফেডারেল রিজার্ভের (ফেড) নতুন তথ্য অনুযায়ী, মার্কিন শেয়ারবাজারে সাম্প্রতিক উত্থানে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন মার্কিন বড় বিনিয়োগকারীরা। বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) শীর্ষ ১০ শতাংশ ধনীর সম্পদ বেড়েছে ৫ ট্রিলিয়ন বা ৫ লাখ কোটি মার্কিন ডলার। ফেডের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ শতাংশ ধনীর যাঁদের নিট সম্পদ ২ মিলিয়ন বা ২০ লাখ ডলারের বেশি, তাঁদের সম্পদ দ্বিতীয় ত্রৈমাসিক শেষে রেকর্ড ১১৩ ট্রিলিয়ন বা ১১৩ লাখ কোটি ডলারে পৌঁছেছে। বছরের প্রথম ত্রৈমাসিকে যার পরিমাণ ছিল ১০৮ ট্রিলিয়ন বা ১০৮ লাখ কোটি ডলার। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধনীদের সম্পদ বৃদ্ধির এই প্রবণতা নতুন কিছু নয়; বরং শীর্ষ ধনীদের সম্পদ অনেক দিন ধরেই বাড়ছে। ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ শতাংশ ধনীর সম্পদ ৪০ ট্রিলিয়ন...