‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ও নাগরী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার,(০৭ অক্টোবর ২০২৫) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের এসডিডিবি প্রকল্পের আয়োজনে তুমলিয়া ও নাগরী এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিঞা বাক্কু। এ সময় আরও উপস্থিত ছিলেন কারিতাসের কর্মকর্তা ফরিদ আহম্মেদ খান, জয়ন্ত মজুমদার, শিপ্রা রোজারিও, রকি প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মপল্লীর পালপুরোহিত, উন্নয়নমিত্র, গণমাধ্যমকর্মীসহ তুমলিয়া ও নাগরীর ১৬টি প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী ক্লাবের প্রায় দুই শতাধিক সদস্য। আলোচনা শেষে অতি প্রবীণ ব্যক্তিদের...