০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম চলতি বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রেড রামসডেল। তবে তিনি হয়তো এখনো জানেনই না যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেয়েছেন তিনি।কারণ বড় এই সুসংবাদ এখনো তার পর্যন্ত পৌঁছানো যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিজ্ঞানী ফ্রেড র্যামসডেল যিনি বিজ্ঞান ও জীবনের মধ্যে ভারসাম্য রাখার এক অনন্য উদাহরণ। তবে এবার সেই ভারসাম্যই তাকে “অফ দ্য গ্রিড” করে ফেলেছে—এমন পর্যায়ে যে, নোবেল কমিটিও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি! চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় এ বছর নোবেল পান তিনজন। নোবেলপ্রাপ্তরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারি ই ব্রানকো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। র্যামসডেল বর্তমানে যুক্তরাষ্ট্রের আইডাহোর পাহাড়ি অঞ্চলে ট্রেকিংয়ে...