একজন সংগীতশিল্পী হিসেবেই পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য। পাশাপাশি তিনি এই দেশের একজন সমাদৃত নৃত্যশিল্পী, উপস্থাপিকা। বেশ কয়েক বছর যাবৎ তিনি মাছরাঙা টিভির রাঙ্গা সকাল অনুষ্ঠানেরই উপস্থাপনা করে আসছেন। মাঝে মধ্যে তিনি বিটিভির বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেন। তবে এবারই প্রথম তিনি বিটিভির দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান সংগীতার উপস্থাপনা করলেন। যে কারণে ভীষণ উচ্ছ্বসিত লাবণ্য।এরই মধ্যে গত ৫ অক্টোবর বিটিভির একটি স্টুডিওতে ‘সঙ্গীতা’য় অংশ নেওয়া কয়েক শিল্পীর গানের রেকর্ডিং হয়েছে। এবারের পর্বে যারা গান গেয়েছেন তারা হলেন সুজানা রূপা, নিপা সাহা, মাকসুদুর রহমান সোহাগ, হাবিব সিরাজী, রুনা বিক্রমপুরী ও সৈকত রায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া গভীর রাত পর্যন্ত এই শূটিংয়ে অংশ নেন সেদিন ইয়াসমিন লাবণ্য। লাবণ্য বলেন, সাধারণত আমি মাছরাঙা টিভিতেই উপস্থাপনা করি। এর বাইরে...