মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এ পদত্যাগপত্র দেন বলে নির্ভরশীল সূত্র এ তথ্য জানিয়েছে। তবে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কী না তা জানা যায়নি।মঙ্গলবার রাত ৮টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা ও মাউশির একজন পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। ডিজির দপ্তরের দুজন কর্মচারীও তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। এর আগে সোমবার (৬ অক্টোবর) মাউশির ডিজি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বর্তমান ডিজি অধ্যাপক মুহাম্মদ আজাদ খান ‘অপমানিত’ বোধ করেছেন বলে জানিয়েছেন...